নাহিদ নজরুল

  ১১ মে, ২০১৯

ন্যায্যমূল্য দাও

শ্রমিক ওরা দলে দলে ভোরেই চলে হেঁটে

কাজেই থাকে সারাটা দিন যায় যে ভীষণ খেটে।

ঘাম ঝরিয়ে কাজ করে যায় আরাম আয়েশ পায় না

নাস্তা পানি জুটেও যদি তিনবেলা ঠিক খায় না।

অল্প সময় খুব বেশি নয় পনেরো থেকে বিশ

একটু সময় কম বেশিতেই মালিক ঝাড়ে বিষ।

তাইতো ডরে খুব সজাগে কাজগুলো যায় করে

তবুও যেন ভিতর ওদের থাকে ভীষণ ডরে।

কিছু মালিক এমন যেন পুরাই তারা বাজে

দুখের তখন শেষ থাকে না গিয়ে ওদের কাজে।

মাইনে দিতে মুখটা ওরা করে ভীষণ ভার

এই কাজেতেই দিনটা তোরা করলি কেমনে পার?

হাবিজাবি কয় বুঝিয়ে কাজ হয়নি তো অত

ছলায়কলায় কেটে রাখে টাকা কয়েকশত।

ধনক্ষমতা শক্তি বলে আজকে হিসাব উল্টা

মালিক জাতি মনে রেখো পরপারেই মূলটা।

ঘাম শুকানোর আগেই ওদের প্রাপ্য গুনে দিলে

শ্রমিকমুখে হাসি ফুটে নেকিও অনেক মিলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close