মোহাম্মদ নূর আলম গন্ধী

  ১১ মে, ২০১৯

গ্রীষ্মে

গ্রীষ্মের বাতাসে

নেই হিম ভাব

খাঁ-খাঁ রোদ্দুর

আহ্ কী তাপ!

বেড়ে যায় তৃষ্ণা

বেড়ে যায় ঘাম

পুড়ছে ঘাস-মাটি

পুড়ছে তো চাম।

খুঁজে সবে হিম বায়ু

হিম-হিম জল

দেহ মনের স্বস্তি যে

রসালো ফল।

গ্রীষ্মের এই ক্ষণে

ভালো থাকা চাই

নিয়ম মেনে সবে

পথ চলো ভাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close