নাসির উদ্দিন

  ০৪ মে, ২০১৯

বিধাতার দান

গাছে গাছে দেখে চোর আম জাম লিচু,

চুপিসারে ফাঁক বুঝে নিয়ে নিত কিছু।

মনুমিয়া বুঝে গতি হাতে নিয়ে দাটা,

রাতে গিয়ে দিত বেঁধে গাছে গাছে কাঁটা।

চোখ যাতে না লাগে, সে নিয়ে এক চাটা,

হাঁড়িমাঝে এঁকে চোখ দিত সাথে ঝাঁটা।

নিশিকালে নিশাচরে ফল যেই খেত,

মনুমিয়া গাছতলে বারেবারে যেত।

এখনো সে আম লিচু আছে ঝুলে ডালে,

কিন্তু তা জুটে না আজ মনু দার ভালে।

গতকাল মনুমিয়া হাতপাও নেড়ে,

চলে যায় পরপারে ভবমায়া ছেড়ে।

ফলমূল যাই বলো বিধাতার দান,

শুধু জুটে তার ভালে যাকে তিনি চান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close