জাকির আজাদ

  ০৪ মে, ২০১৯

মে দিবসে নিজাম

নয় বছরের শিশু নিজাম

সকাল থেকে সাঁঝে,

চল্লিশ টাকা পায় মজুরি

ইট ভাঙারই কাজে।

ঘরে আছে অন্ধ বোনটি

যক্ষ্মা রোগী মা যে,

তাদের ফেলে চলে গেছে

বাপটা ছিলো বাজে।

বছর ঘুরে মে’ডে আসে

নানা মাত্রা ধাঁচে,

দিনটি পালন করতে সবাই

ঝান্ডা নিয়ে নাচে।

কাজটা ফেলে যায় না নিজাম

এসব কিছুর টাচে,

জীর্ণ বস্ত্রে আধপেট খেয়ে

কাজ নিয়েই বাঁচে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close