আনোয়ারুল হক নোমান

  ০৪ মে, ২০১৯

রঙ

রঙ তুলিতে কতো নানা রঙ

চিত্রপটে ঝরে;

নিপুণ হাতে চিত্রকর

চিত্ত প্রকাশ করে।

মনোদেশ ভরে শত শত রঙ

হয় পরোক্ষতে আঁকা;

প্রাণের আবেশ বিচিত্র অশেষ

তুলি মাঝে তার দেখা।

বর্ণ বাহার ঘুচে চিত্তবিকার

নেত্রপল্লব অনিমেষ জেগে রয়;

প্রাণবন্ত করে তুলে

ইচ্ছে রঙিন হয়।

লাল-কমলা, বেগুনি-হলুদ

নীল-সবুজ, সাদা-কালো

তুলি-রঙে গড়া সবিই

অন্তর রঙের আলো;

ভুবন জুড়ে কতো নানা সুরে

এই যে আঁকা আলপনা-ছবি;

হৃদয় হলো সকল রঙেরÑ

রঙ ভুবনের রবি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close