আনোয়ার আল ফারুক

  ২৭ এপ্রিল, ২০১৯

বসন্ত

বনফুলে উড়ছে মৌ দল

করছে দাপাদাপি,

নগরজুড়ে ফুলবানুদের

মাথায় ফুলের ঝাঁপি।

শিমুল পলাশ কৃষ্ণচূড়ায়

রূপের মাখামাখি,

বসন্তের ওই খবর নিয়ে

কোকিল ডাকাডাকি।

গাছের ডালের নরমপাতা

হাওয়ার তালে দুলে,

ধানশালিকে খুঁজছে মধু

শিমুল তুলার ফুলে।

প্রকৃতি তার ঝিলিক দেখায়

মুখ আবরণ খুলে,

মেঘবালিকা বকুলমালা

পরছে খোঁপার চুলে।

আমের মুকুল লিচু ফুলে

প্রজাপতির খেলা

গাছের শাখায় বসছে আজই

ফুলপাখিদের মেলা।

ফুলপরীরা আকাশজুড়ে

ভাসায় মেঘের ভেলা,

মন উদাসী মধুর ঘ্রাণে

যায় কেটে যায় বেলা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close