কবির কাঞ্চন

  ২৭ এপ্রিল, ২০১৯

চিত্ত ও বিত্ত

বিত্তের পিছু নিলে

পুড়ে যায় চিত্ত

পোড়া সেই চিত্তে

কাটে কাল নিত্য।

দূরে ঠেলে চিত্ত

ভুলিলে ভিত তো

বেদনার নীলেই

জীবনের বৃত্ত।

অপেক্ষায় কাঁদে না

কাঁদে উপেক্ষায়

সুখতো মরীচিকা

জীবনের ব্যাখ্যায়।

বিত্তের মাঝে যদি

চিত্ত খোঁজে পায়

ভোগ-নেশা কেটে যায়

ত্যাগের মহিমায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close