আবদুস সামাদ

  ২০ এপ্রিল, ২০১৯

চঞ্চলা শ্রেয়ামণি

চঞ্চলা শ্রেয়ামণি

বাবা-মার সোনাখনি

সারাক্ষণ বাড়ি রাখে মাতিয়ে;

চুপিচুপি ঘরে যায়

আচারটা শুধু খায়

বয়েমটা দেয় শেষে ফাটিয়ে।

শ্রাবন্তীর বড় বোন

চুলবুল নয় মন

দুই বোনে খুনসুটি মামুলি;

মারে কিল ধুমধাম

শ্রেয়াটাই অবিরাম

যদিও সে বড়টার আধুলি।

শ্রেয়ামণি গতকাল

ছুটে আসে বেখেয়াল

লেগে যায় মার সঙ্গে ধাক্কা;

মার হাতে তরকারি

ধোঁয়া ওঠা একেবারি

পোড়ে মুখ; চোখ বাঁচে পাক্কা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close