আখতারুল ইসলাম

  ২০ এপ্রিল, ২০১৯

বন্ধুপাখি ও খুকি

বন্ধুপাখি উড়ে এলো, এলো খুকির ঘরে

কিন্তু খুকি একলা বসে কান্না শুধু করে।

কী হয়েছে কাঁদছো কেনো মা দিয়েছে গাল,

সেই ভয়ে কি চোখ দুটো যেই লাল হয়েছে লাল।

বাঁকা ঠোঁটে বলল খুকি, বাইরে যেতে মানা

পড়ালেখা করলে আমি, বিশ্ব হবে জানা।

খেলতে ভীষণ ইচ্ছে করে খেলার সাথী কই

মনটা কী আর ভালো থাকে না হলে হইচই।

বন্ধুপাখি বলল তখন রাগ করো না খুকি

তোমার জন্য সূর্য্যি মামা দিচ্ছে দেখো উঁকি।

বাতাস তোমায় মৃদু হেসে গা জুড়িয়ে রাখে

দূরের আকাশ রংধনুতে তোমার ছবি আঁকে।

ফুল বাগানে গোলাপ বেলি দেবে তোমায় ঘ্রাণ

ময়না শালিক মন ভরাবে গেয়ে হাজার গান।

জোছনা রাতে চাঁদের হাসি দেবে উপহার

সবাই তোমার খেলার সাথী চোখ মোছো এইবার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close