নুশরাত রুমু

  ১৩ এপ্রিল, ২০১৯

বসন্ত বিদায়

চৈত্র মাসের দুপুরবেলা

খাঁখাঁ করে মাঠ

বাতাস জানায় চুকে এল

বসন্তেরই পাট।

ব্যাকুল স্বরে কোকিল ডাকে

নীরব সারা পাড়া

পলাশ বনে লালের বাহার

দেখতে নয়ন কাড়া।

রোদের তেজে পিচঢালা পথ

তেতে ওঠে বেশ

গরম এবার ঢালছে সুরুজ

শান্তি হবে শেষ।

একতারাটা হাতে বাউল

গাইছে দূরে গান

বিদায় নেবে ঋতুর রাজা

তাইতো দুখের তান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close