নাহিদ নজরুল

  ১৩ এপ্রিল, ২০১৯

ফুল পাখিদের মেলা

ষষ্ঠঋতু বসন্তেরই কোলে

প্রকৃতিতে ফুল পাখিরা দোলে।

ফুল ফোটে রোজ প্রকৃতি সাজায়

পিচ্চি অলি বাঁশরি বাজায়।

শিমুল পলাশ কৃষ্ণচূড়ার ডাল

ফুলে ফুলে হয়ে থাকে লাল।

চতুর্দিকে ছড়িয়ে যায় ঘ্রাণ

ফুলপ্রেমীদের জুড়ায় আকুল প্রাণ।

ফুলের কাছে ভিড়ে ঋতুর পাখি

সুখ আবেশে করে মাখামাখি।

আস্ত যেন ফুল পাখিদের মেলা

এমন থাকে ঋতুর সারাবেলা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close