আনীসুল মুরসালীন

  ০৬ এপ্রিল, ২০১৯

বসন্তকাল এলে

কৃষ্ণচূড়া গাছের শাখায়

সবুজ পাতার ফাঁকে,

রক্তরাঙা ফুলগুলো রোজ

পাপড়ি মেলে থাকে।

হেথায়-হোথায় মধুর সুরে

ডাকে কোকিল পাখি,

সকাল হলে ফুল-পাখিরা

মেলে তাদের আঁখি।

উড়ে বেড়ায় মৌমাছিরা

রংবেরঙের ফুলে,

গুনগুনিয়ে ওড়ে তারা

ফুলের মধু তুলে।

পাতাঝরা গাছের শাখায়

গজায় নতুন পাতা,

গ্রামাঞ্চলের মাঠে মাঠে

থাকে সবুজ গাঁথা।

দারুণ এসব দৃশ্য নিয়ে

বসন্তকাল এলে,

মনের ভেতর এক অজানা

আনন্দ যায় খেলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close