আনোয়ারুল হক নোমান

  ২৩ মার্চ, ২০১৯

কালোরাত

নীলনকশা এঁকে দিলো

চাঁদমারিতে অসুর এলো;

অন্ধকারে শিকড় গাড়ে

কালোরাতে কালের কালো!

একাত্তরের পঁচিশে মার্চ

ভয়ার্ত ভয়াল রাত,

নির্বিচারে হুকুম দেয়

নরপিশাস বদজাত!

বাংলা থেকে পাড়ি জমায়

ফিরে করাচি,

দ্বার খোলে আর জখম করে

চালায় সাঁড়াশি!

বুদ্ধিজীবী, বৃদ্ধবণিতা

মারলো অকাতরে,

বাংলা হলো মৃতপুরী

রাস্তা-জঙ্গলা-ঘরে!

‘দু’ পায়ে দৈত্ত তারা

চালায় দেহে গুলি

কারো বুকে বিদ্ধ বেইনেট

কারোবা উড়ে খুলি!

জন্মভূমির করুণ দিনে

জনম পায়নি মোরা,

প্রতিঘাতে দিতাম জওয়াব

হলেও শহীদ কিংবা খোঁড়া;

সার্বভৌম রাখতে কায়েম জীবন দিবো মোরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close