জাহিদ হাসান রানা

  ১৬ মার্চ, ২০১৯

স্বাধীনতা

একটি শব্দে হয়নি লেখা

বাঙালির স্বাধীনতা,

এই একটি শব্দে লুকিয়ে আছে

হাজার হাজার কথা।

তর-তাজা প্রাণ জীবন দিল

ছিনিয়ে আনতে স্বাধীনতা,

আমরাই নাকি হয়েছিলাম

পাকবাহিনীর মাথাব্যথা।

মা হারিয়েছে সন্তান

বোন হারিয়েছে সম্মান,

শত যুবক শত শিশু

হারিয়েছে তার প্রাণ,

পদে পদে সইতে হয়েছে

লাঞ্ছনা আর অপমান।

বাংলার ছেলে শেখ মুজিবকে

কারারুদ্ধ করেছে,

কারণ,

সেই সাহসী বীর অন্যায়ের

বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।

তবুও ঘায়েল করতে পারেনি

বাংলার বীরদের,

লড়াই করেছে ত্যাগ করে সব মায়া

নিজের জীবনের।

অবশেষে মোরা পেয়েছি উপহার

বাংলার স্বাধীনতা,

বলতে পেরেছি নিঃশ্বাস নিয়ে

মায়ের ভাষায় কথা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close