শরীফ সাথী

  ০৯ মার্চ, ২০১৯

৭ মার্চের ভাষণ

বিশ্ব সেরা এক কবিতা

জয় করেছে আসন,

সেই কবিতা শেখ মুজিবের

৭ মার্চের ভাষণ।

সংগ্রামী সুর দূর-বহুদূর

মধুর ভালোবেসে,

স্বাধীন করতে কথা বলে

সেই কবিতা দেশে।

শান্তি সুখের আবাসভূমি

করব সকল জনে,

সেই কবিতা স্বপ্ন দেখায়

এই বাঙালির মনে।

সব জনতা উঠল জেগে

গড়তে পরিবেশ,

সেই কবিতায় সৃষ্টি হলো

স্বাধীন বাংলাদেশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close