সুজন সাজু

  ১৬ ফেব্রুয়ারি, ২০১৯

প্রাণের বর্ণমালা

বর্ণমালার বর্ণগুলো

মুখ খুলিয়ে হাসে,

রূপের নায়ে পাল তুলিয়ে

হাওয়া হয়ে ভাসে।

আলোর প্রভা ঝলক মারে

মায়ের মুখে বুলি,

সেই বুলিতে সাজিয়ে ওঠে

বর্ণ রাঙায় তুলি।

আবেগ ঝরা স্নেহ পরশ

জড়িয়ে রাখে যেই,

মায়ার বশে সুখটা খুঁজি

সেই বর্ণমালাতেই।

ফেব্রুয়ারি মাসটা এলে

শিমুল রঙা লালে,

বর্ণমালার সুরটা বাজে

পাখির ঠোঁটে ডালে।

অন্তরে ঠিক গাঁথা আছে

শোভায় স্বর্ণ ডালা,

মিষ্টিমধুর অনন্য রুপা

প্রাণের বর্ণমালা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close