তানহিম আহমেদ

  ০২ ফেব্রুয়ারি, ২০১৯

বইমেলা

নতুন বইয়ের তাজা ঘ্রাণে মুখরিত হয়

মোদের চতুর্দিক আর পরিবেশ

চলে যায় শীত গুটি গুটি পায়ে নীরবে

হেঁটে তবু থেকে যায় তার রেশ।

সবুজ ঘাসের ওপরে গাঁথা খুঁটি তাহার

সমাবেশে একটি কাপড়ের ঘর

যেথা ছড়িয়ে জ্ঞানের সোনালি আলো

কেউ নয়তো সেথা কারুর পর।

হাজারো বই সাদা পৃষ্ঠা এইত এখানে

আমাদের প্রাণবিন্দু সব আর

বই হোক মোদের জীবনের একমাত্র

বন্ধু সবার প্রীতি এবং উপহার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close