আনোয়ারুল হক নোমান

  ২৬ জানুয়ারি, ২০১৯

কিশোর

কিশোর তুমি কভু হয়ও না পথভুলা

এ বয়স দিবে হৃদয় রাজ্যে-

কতো না রঙিন দোলা!

শত কল্পলোকে হারাবে অন্তর

স্বপ্ন বুকে উঠিবে দর্পে

বেপরোয়ায় হয়ও না নিরন্তর!

গড়িতে জীবন কভু নাহি হেলা

কেতাবের ঘন পল্লবে-

তুমি কাটাবে সারাবেলা।

মার্জিত জীবন করিয়া অনুভব

তুমি চলিবে সন্তর্পণে;

হস্তদয়ে হাসিবে সম্ভব।

শ্বাশত কল্যাণ তবে, কর হে পণ;

ডাকিছে তোমারে চুপিসারে

কিশোর এ বাণী চিরন্তন।

এই পথে এই মাঠে তুমি যাবে হাসিয়া

রাঙাতে তব প্রিয় মাতৃভূমি

হে কিশোর, বাঞ্ছা পূরণে চল বুঝিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close