হাসান ফখরুল

  ২৬ জানুয়ারি, ২০১৯

পাখির ডাক

দোয়েল পাখি শিস দিয়ে যায় সকাল-সন্ধ্যাক্ষণে,

ঘুঘু ডাকে কু কু সুরে আড়াল গহিন বনে।

ময়না ডাকে ইচ্ছেমতো মানুষ শিখায় যা,

ঢাকার শহর দূর দালানে কাকে ডাকে কা।

টিয়া ময়ূূর শ্যামা ডাকে মধুর সুরে সুরে,

শালিক ডাকে কিচিরমিচির রোজ সকালে ভোরে।

ছোট পাখি টুনটুনি ডাক দিয়ে যায় টুনটুন,

এডাল থেকে ওডালে ঘুরে বেড়ায় বুন বুন।

শকুন ডাকে দূর আকাশে চি-ই চি-ই করে,

ডাকের তালে খুঁজে সেথায় গরু-ছাগল মরে।

কোকিল ডাকে কুহু সুরে বসন্তেরই কালে,

ইচ্ছে যত ডাক দিয়ে যায় নানান সুরের তালে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close