হোসাইন নূর

  ১৯ জানুয়ারি, ২০১৯

মাতৃভূমি

এইখানে রোজ পুকুর পারে

সূয্যিমামা ওঠে,

রোদ ঝিলিমিল আলোর খেলায়

ফুলের কলি ফোটে।

এইখানেতেই কাটায় বেলা

ধনী গরিব চাষি

নদীর বাঁকে কলোকলো

ছন্দ বারোমাসি।

এখানেতে মায়ের কোলে

হাসে মায়ের খোকা,

সুখের পায়রা দোরে এসে

যায় দিয়ে যায় টোকা।

এইখানেতেই জন্ম সবার

মৃত্যু সবুজ মাঠে,

নিত্যনতুন জোয়ার-ভাটা

জীবনকূলের ঘাটে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close