তানহিম আহমেদ

  ১৯ জানুয়ারি, ২০১৯

অতিথি পাখি

চুপি চুপি উঁকি দেয় লাল সূর্যটা ভোরে

রোজ দূর পুব আকাশের কোণে

ডেকে ওঠে অতিথি পাখিরা এক সাথে

ঘুমন্ত ওই পাহাড়টা বিশাল বনে।

মেঘে মেঘে ছড়িয়ে পড়ে নতুন একটি

সোনালি ভোরের আগমনী খবর

জেগে ওঠে সারাটি গ্রাম সে কুয়াশার

ফাঁকে আসে নতুনের নবীন বহর।

অতিথি পাখি আসে যে পৌষে শীতের

বার্তা নিজ পিঠে করে সাথে নিয়ে

যায় ঝরা পাতারা তবু বসন্ত আসছে

ঝরে যায় সে খবরটুকু সাথে দিয়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close