মো. আনোয়ার হোসেন ফারুক

  ১২ জানুয়ারি, ২০১৯

পড়ার চাপ

শিশুর কাঁধে বইয়ের বোঝা

পড়ার ভীষণ চাপ,

চোখ রাঙিয়ে বলছে যে মা

নেই তো পড়ার মাফ।

রোজসকালে কোচিং ক্লাস

দুপুর প্রাইভেট পড়া,

দেখছে শিশু করছে সবাই

শাসনটা ঠিক কড়া।

বিকেল বেলা হয় না খেলা

পড়ার যাঁতাকলে,

সকাল-দুপুর রাত্রী বিকেল

এভাবে তো চলে।

ছোট্ট শিশু এই বয়সে

থাকছে কেমন চাপে,

পড়ার চাপে এই শিশুদের

মনটা ভীষণ কাঁপে।

কেউ বুঝে না অবুঝ মনের

চাপের ফলাফল,

অবশেষে যায় ভেঙে যায়

শিশুর মনোবল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close