শাফায়েত হোসেন

  ১২ জানুয়ারি, ২০১৯

নতুন বছর

ধূসর শেষে উঠছে রবি

নতুন দিনের সাজে,

মধুর বীণটা বাজে,

হিংসা-বিদ্বেষ ভুলে সবাই

প্রমাণ দেব কাজে।

ফাগুন বুকে পাখিগুলো

ডানা মেলে উড়ে,

বছর এল ঘুরে,

নতুন সুখের আভাস দিচ্ছে

সবুজ পাতার মুড়ে।

দিনবদলের পালায় এখন

বাঁধব সুখের বাসা,

দীপ্ত আলোয় ভাসা,

জ্যোৎস্নার আলোয় সুবাস মেখে

জাগবে নতুন আশা।

শান্তি সুখের চিঠি পেয়ে

সবাই হবে সুখী,

থাকবেÑ না কেউ দুঃখী,

ভুবন জুড়ে জ্বলবে বাতি

ন্যায়ের অভিমুখী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close