শাফায়েত হোসেন

  ২২ ডিসেম্বর, ২০১৮

পরীর ডানা মেলে

একটি পাখি দুটা পাখি

সকাল-বিকাল গাছে,

প্রজাপতি উড়ে বেড়ায়

শিমুল ডালের কাছে।

সতেজ প্রাণে বেড়ে উড়ে

সবুজ গাঁয়ের লতা,

কবির ছন্দে কবি বলে

ওদের সাথে কথা।

টিয়া পাখি ময়না পাখি

আসে কাছে উড়ে,

স্বপ্ন তখন রঙিন হয়ে

কবির দেশে ঘুরে।

বন্ধু হয়ে তাদের সাথে

কবি মিলায় হাত,

চাঁদের বুকে তারার খেলায়

কবি কাটায় রাত।

ছন্দ যখন বন্ধু হয়ে

কবির মাঠে খেলে,

নিঝুম রাতে ছন্দ তখন

পরীর ডানা মেলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close