মো. আনোয়ার হোসেন ফারুক

  ২২ ডিসেম্বর, ২০১৮

নবান্ন উৎসব

সবুজ মাঠের সোনা ফসল

দুলছে বায়ুর তাল,

খুশির আমেজ আনছে বয়ে

হেমন্তেরই কাল।

বাংলার ঘরে উৎসব হবে

কাটবে নতুন ধান,

সেই আমেজে চাষির মুখে

বইছে সুরের গান।

নবান্নেরই আমেজ ভরা

উৎসবমুখর দিন,

ঘরে ঘরে উঠবে বেজে

মহাসুখের বীণ।

নদুন চালের মধুর ঘ্রাণ

পিঠাপুলির ধুম,

সাথে দিবে শীতল বায়ুর

হিমেল পরশ চুম।

ঋতুভেদে আসুক ফিরে

দেশের মুখে হাসি,

সোনাবরণ দেশটা আমার

অনেক ভালোবাসি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close