শচীন্দ্র নাথ গাইন

  ১৫ ডিসেম্বর, ২০১৮

সজীবতার হেমন্ত

নতুন ধানের পায়েস পিঠে মুড়কি মুড়ি খই,

খাওয়া-দাওয়ার ফুর্তিতে বেশ খুশিতে হইচই।

মুঠো মুঠো আদরমাখা আলো ছড়ায় দিন,

তাপ ভরা সেই সূর্য তেজের রূপটা বড়ই ক্ষীণ।

পানসি বাঁধা শান্ত নদীর স্বচ্ছ কালো জল,

ডুবসাঁতারে খেলতে থাকে বালিহাঁসের দল।

স্নিগ্ধ রাতে আকাশ জুড়ে বিছিয়ে আলোর ফাঁদ,

তারার মালা জড়িয়ে গলায় মিষ্টি হাসে চাঁদ।

মাঠের বুকে ঢেউ খেলে যায় সোনার বরণ ধান,

মনে খুশির বান ডেকে যায় গায় চাষিরা গান।

নবান্নতে পিঠেপুলির আমেজ মাখা ধুম,

সুখের আবেশ নেয় কেড়ে নেয় দুচোখ থেকে ঘুম।

শাপলা ফোটা বিল চরিয়ে বেড়ায় বকের ঝাঁক,

নীরব বিকেল উতল রাখে বাঁশের বনে কাক।

সুগন্ধিতে মাতিয়ে রাখে শিউলি-বকুল ফুল,

সজীব ঋতু হেমন্ত, তার হয় না কোনো তুল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close