মোহাম্মদ নূর আলম গন্ধী

  ০৮ ডিসেম্বর, ২০১৮

হেমন্ত

শরৎ শেষে বঙ্গ দেশে

হেমন্ত যেই আসে

মাঠে মাঠে পাকা ধানের

সোনা রঙ যে ভাসে।

চোখ জুড়িয়ে যায় যে সবার

কাড়ে মন ও প্রাণ

কৃষাণ ছুটে মাঠে মাঠে

কাটতে নতুন ধান।

নবান্নেরই উৎসবেতে

মেতে ওঠে দেশ

ফিন্নি পায়েস পিঠা পুলির

কাটে না তো রেশ!

ধানে-গানে এমনি কাটে

হেমন্তেরই ক্ষণ

উৎসবেরই আমেজেতে

উতলা রয় মন!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close