মো. জাহাঙ্গীর আলম

  ০৮ ডিসেম্বর, ২০১৮

শিশুর হাতে টাচ্ ফোন

টাচ্ ফোন সাথে নিয়ে শিশু

ইশকুলেতে যায়,

কাটুন দেখার বায়না করে

ভাসে কতো নায়।

ক্লাসগুলো ফাঁকি দিয়ে

ফোনে করে টাচ্,

গুগলেতে গিয়ে আবার

দেয় কতো না সার্চ।

ফেসবুকেতে ঢুকে শিশু

করে আরো চ্যাটিং,

পড়াশুনা গোল্লায় দিয়ে

মারে খালি ডেটিং।

শিশুর হাতে এমন করে

দেবে নাকো ফোন,

নইলে পরে কাঁদতে হবে

ভাসবে দুঃখে মন।

পড়ার সময় পড়বে শিশু

খেলায় সময় খেলবে,

লেখাপড়ায় আলোকিত

জীবনটাকে মেলবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close