শাফায়েত হোসেন

  ০৮ ডিসেম্বর, ২০১৮

আমার ইচ্ছেগুলো

সবুজ মাঠে বিকেলবেলা

ইচ্ছেমতো খেলব,

পরীর সাথে মৃদু হাওয়ায়

স্বপ্নডানা মেলব।

নদীর বুকে পাল উড়িয়ে

হাওর-গাঙে ছুটব,

প্রভাতবেলা সুবাস নিয়ে

পাপড়ি মেলে ফুটব।

মহাকাশে ঘুরব আমি

বিশ্বটাকে জানব,

পাহাড় ঠেলে আঁধার ভেঙে

ঊষার আলো আনব।

দুঃখীর মুখে আহার দিয়ে

বীরের মতো চলব,

সত্য-ন্যায়ের কথা আমি

সবার কাছে বলব।

সবুজ পাতার ঘর বানিয়ে

সবার সুখে হাসব,

বর্ষাকালে জলের ওপর

রঙিন পালে ভাসব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close