আকরাম সাবিত

  ০১ ডিসেম্বর, ২০১৮

ফুলের ঘ্রাণে

ফুলের সাথে সন্ধি করে

বন্দি করে ফুলকে মনের

গায়

ফুলের ঘ্রাণে হারিয়ে গেলাম

নিঝুম নিরালায়।

ফুলের ঘ্রাণে উঠলো জেগে

ছুটলো জেগে ঘুমন্ত এই

মন

এই ফুলেদের সঙ্গে যেন

কাটাই সারাক্ষণ।

ভাল্লাগে তো ফুলকে আমার

ভুলকে দিয়ে ভিতর থেকে

বাদ

ফুলের ঘ্রাণে এই আমি যে

যাই হয়ে উন্মাদ।

নতুন ফুলের ঘ্রাণে ঘ্রাণে

প্রাণে প্রাণে জাগায় সাড়া

ঠিক

ফুলের ঘ্রাণে উঠুক ভরে

আমার চারিদিক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close