জাকির আজাদ

  ০১ ডিসেম্বর, ২০১৮

জোহার দাদারা

জোহার আছে সব মিলিয়ে

সাত সাতটি দাদা,

পঞ্চাশ অধিক বয়স সবার

দাঁড়ি ও গোঁফ সাদা।

সব দাদারই রুক্ষ্ম মেজাজ

স্বভাব সাহেবজাদা,

হৃদয় এবং মনটা তবে

নরম যেন কাদা।

সবার সঙ্গে জোহার খাতির

¯েœহে ডোরে বাঁধা,

তাকে বাদে খায় না কিছু

হোক না পুরো আধা।

কোন দাদাটা সবচেয়ে ভালো

দিলে কেউ ধাঁ ধাঁ,

অমনি জোহা রাগে ভীষণ

তাকে বলে গাধা।

জোহার কাছে সবাই ভালো

বলতে নেই রে বাধা,

জোহার আবদার কেউ ফেলে না

লাগে না তো সাধা।

রোজ পাচ্ছে সে সবার থেকে

উপহার এক গাদা,

আদর করে সব দাদারা

তাকে ডাকে রাধা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close