হাসান ফখরুল

  ২৪ নভেম্বর, ২০১৮

শীত আসে

শীত মানে কুয়াশার চাদরÑ

শীত এলে বেড়ে যায়,

পিঠামুড়ির কদর।

বেলা হলে বেড়ে যায়Ñ

সূর্যের কিরণ,

সবে মিলে মিশে করি তা বরণ।

চারদিকে দেখা যায়

কুয়াশার বাঁক।

ভোর হলে শোনা যায়

পাখিদের ডাক।

শীতকালে দূরের বিলে

অতিথি পাখিদের দেখা মেলে।

শীতের মাঝে সকাল-সাঁঝে

চারদিকে শীতের ধ্বনি বাজে।

বাংলা আমার শীতের মাঝে

হাজার ঝোপের রূপে সাজে

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close