রমজান আলী রনি

  ২৪ নভেম্বর, ২০১৮

শীতের সকালে

শিশির ভেজা শীতের সকাল

ঘাস ফুলেরা দোলে

খোকাখুকু পড়তে বসে

বইয়ের পাতা খোলে।

খেজুরগাছে গাছি ওঠে

কোমরে বেঁধে দড়ি

রসের হাঁড়ি হাত ডুবিয়ে

পিঠা-পায়েস মুড়ি।

ধরনী আজ কুয়াশার মেঘ

শর্ষে খেতের মাঝে

স্নানে ভেজা ফসলের শিষ

সারা দিবস সাঁজে।

গাঁয়ের পথে শহরের গলি

আগুনেরও ছোঁয়া

সারা দেহ পুলকিত

উড়ছে সুখের ধোঁয়া!

শীতের সকাল গল্পেরও গীত

শহর-গাঁয়ে বসে

চা-কফিতে চুমুক দিয়ে

আড্ডা জমে রসে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close