কে এইচ মাহাবুব

  ১৭ নভেম্বর, ২০১৮

শীত ছড়া

কুঁজো বুড়ো কাঁপে শীতে ঠ্ক ঠ্ক

কানা বক ও ডাকে শীতে কক কক।

খেজুরগাছে উঠছে দেখো গাছি

রসের গন্ধে ছুটছে কতক মাছি।

শীতের পাখি আসছে উড়ে উড়ে

ভাসছে তারা দিঘির জলে দূরে।

শাপলাগুলো দিঘির জলে ভাসে

ঝিকিমিকি রোদে পাতা হাসে।

পাখিগুলো আসে দলে দলে

মাড়ায় মাটি তার-ই পদতলে।

আমন ধানে ভরে চাষির গোলা

যায় কি কভু শীত ঋতুকে ভোলা!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close