মোহাম্মদ নূর আলম গন্ধী

  ১৭ নভেম্বর, ২০১৮

ইচ্ছে করে

ইচ্ছে করে দূর আকাশে

ডানা মেলে উড়তে

মেঘমালার দেশে গিয়ে

সারাটা দিন ঘুরতে।

ইচ্ছে করে ঘুড়ির মতো

আকাশ পানে উড়ি

অজানাতে যাই হারিয়ে

করি লুকোচুরি।

ইচ্ছে করে দস্যি হয়ে

করি নানান খেলা

হই-হুল্লোড়ে মেতে ওঠে

কাটাই সারাবেলা।

ইচ্ছে করে রাখালিয়ার

বাঁশি হয়ে থাকি

আকুল করা সুরের মাঝে

করি মাখামাখি।

ইচ্ছে করে উদাস বাউলের

একতারাটা হই

সুুরে সুরে দেশ ও মাটির

হাজার কথা কই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close