মো. জাহাঙ্গীর আলম

  ১০ নভেম্বর, ২০১৮

সবুজ ঘাসে শিশির হাসে

সবুজ ঘাসে শিশির হাসে

দেখতে ভালোলাগে,

হৃদয় কোণে কাব্য তানে

লেখতে ইচ্ছা জাগে।

খোকা-খুকি দিচ্ছে উঁকি

বলছে মাকে ডেকে,

কেমন করে শিশির ঝরে

চলছে এঁকে বেঁকে?

শুনবে কথা মানবে যথা

এই তো প্রভুর খেলা,

ভবের মাঝে রূপে সাজে

তাই তো শত মেলা।

সবুজ মাঠে কৃষক হাঁটে

দুলছে সোনা ধান,

দুঃখ ভুলে হৃদয় খুলে

জুড়ছে সুরে গান।

পাখি ডাকে মনের বাঁকে

ভাসে রূপের ছবি,

সুরের তানে আকাশ পানে

হাসে আলোর রবি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close