মোহাম্মদ নূর আলম গন্ধী

  ০৩ নভেম্বর, ২০১৮

হেমন্তেরই দেশে

হেমন্তেরই দেশে যাব

তাড়া আমার খুব

ঘুরে ঘুরে দেখব সেথায়

সোনা ধানের রূপ।

তারই সাথে ফুল ও পাখি

শিশির ভেজা ঘাস

গাঁয়ের চাষি রাখাল বাঁশি

দিঘির জলে হাস।

নবান্নেরই পায়েস পিঠায়

জমবে মজার হেমন্ত

ঘুরেফিরে খাব আমি

ঘরে ঘরে নেমন্ত।

থাকব খাব ওই না দেশে

কার্তিক অগ্রাণ মাস

ফিরব ঘরে পূরণ করে

মনের সব আশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close