শওকত আলী

  ০৩ নভেম্বর, ২০১৮

হেমন্ত এলো

আশ্বিন গেল, কার্তিক এলো

চিঠি নিয়ে হলদে খামে,

শরৎ গেল, হেমন্ত এলো

শহর, নগর, গ্রামে।

মাঠে মাঠে সবুজ পাতা

আমন ধানের শিষ,

সকালবেলা শিশির ঝরে

ফুলের সুবাস অহর্নিশ।

রং ধরেছে কৃষক মনে

মাঠে আমন ধান,

গাছের ডালে পাখির বাস

সুরের কলতান।

কৃষাণ বধূ ধান ঝাড়বে

হাতে বেতের কুলা,

আনন্দেতে মন ভরে যাই

ধানে ভরবে গোলা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close