আরাফাত শাহীন

  ০৩ নভেম্বর, ২০১৮

বাউণ্গুলে

মনটা আজ পাখির মতো

উড়তে চায় ডানা মেলে,

দিনটা আজ কাটুক না হয়

দুরন্ত সব খেলা খেলে।

বিলের জলে ঝাঁপিয়ে পড়ে

রুপালি মাছ আনবো তুলে,

সবাই আমায় মন্দ বলুক-

বলুক না হয় বাউণ্গুলে!

আজকে মনে নদীর মতো

বইছে যেন খুশির জোয়ার,

পাখির মতো ছুটে গিয়ে

সময় এখন স্বপ্ন ছোঁয়ার।

হাসি-খুশির এই ছবিটা

বাঁধা থাকুক মনের ফ্রেমে,

আজকে সবার হৃদয় যেন

প্রশস্ত হয় মানবপ্রেমে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close