হেমন্ত শীত
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৮, ০০:০০
শরীফ সাথী

ঝিরিঝিরি হীমেল হাওয়ায় পড়ে শিশির ঘাসে,
সবুজ বনের কচিপাতায় ঢেউয়ে ঢেউয়ে ভাসে;
হেমন্ত শীত ঋতু দুটির খুবই ভালোবাসে।
আসলো রবি কাছাকাছি
ফড়িং দলের নাচানাচি
রোজ সকালের এমন দৃশ্য দেখে অনায়াসে,
তুলতে থাকে ছবি দুচোখ তাই দেখে মন হাসে।
"