তুষার কুমার সাহা

  ২৭ অক্টোবর, ২০১৮

তারা দেখে শিখি

আকাশ পানে চাঁদের সঙ্গে

তারা যখন ওঠে,

বইটা রেখে খোকন সোনা

উঠোন পানে ছোটে।

তারার পানে চেয়ে চেয়ে

খিলখিলয়ে হাসে,

মা যে তখন ঘরের থেকে

ভীষণ রেগে আসে।

বকা দিয়ে মা যে যখন

কানটি আমার ধরে,

তখন বলি পড়তে কি মা

যেতে হবে ঘরে?

দেখ আমি তারা দেখে

এক-দুই তিন-চার শিখি,

খাতা-কলম দিয়ে দেখ

কেমন করে লিখি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close