নীতুল ইয়াছমিন

  ২৭ অক্টোবর, ২০১৮

শিশির

রাত্রি যখন গভীর হয়

মানুষ থাকে ঘুমে,

শিশিরগুলো হেসে হেসে

ঘাসের ওপর জমে।

সবুজ শীষে মুক্তাদানায়

জল টলমল করে,

সূর্যটাকে দেখে শিশির

মাটির ওপর ঝরে।

হেমন্তের আভাস জানায়

শিশির বিন্দুগুলো,

আমান ধান লালচে হয়ে

হেমন্তের রূপ পেল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close