তুষার কুমার সাহা

  ২০ অক্টোবর, ২০১৮

আমি ছোট নেই

বলতে পারি কথা আমি

কে বলেছে ছোট?

পড়তে পারি, লিখতে পারি

খাতা কলম দুটো।

হাঁটতে পারি সবার মতো

খেতে পারি হাতে,

কেউ ঘুমাই না আমার রুমে

একা ঘুমাই রাতে।

করতে পারি অংকগুলো

গুনতে পারি টাকা,

কেন আমায় বারে বারে

বলে ছোট কাকা?

বয়স আমার সাত হয়েছে

পড়ি আমি টু’তে,

কাকার ঘাড়ে চাপল নাকি

দুষ্টু কোনো ভূতে?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close