আল মামুন

  ১৩ অক্টোবর, ২০১৮

ফুলের আত্মকথা

শব্দের স্রষ্টারা আমার নামটি রেখেছে ফুল,

আমি চির পবিত্র একটি নাম কথাটি নির্ভুল।

স্রষ্টা আমায় ফুল জনম দিয়েছেন তাই,

স্রষ্টার দরবারে কত যে শুকরিয়া জানাই!

আমি অমানবের গলে শোভিত হবার বদলে,

সর্বদা ঠাঁই পেতে ব্যাকুল মানবের পদতলে।

যদিবা কখনো মানবের গলে শোভা পাই,

ফুল কূলে জন্ম নিয়ে ধন্য হয়ে যাই।

বিশ্ব মানবজাতির প্রতি আমার একটি প্রার্থনা,

অমানবকে জানাবেন না আমায় দিয়ে অভ্যর্থনা।

এরপরও যদি করা হয় আমাকে অপাত্রে ব্যবহার,

চাইব না তবে ফুল জনম স্রষ্টারর দুয়ারে আর!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close