পৃথ্বীশ চক্রবর্ত্তী

  ১৩ অক্টোবর, ২০১৮

মহামায়া দুর্গা

দুর্গতি নাশ করতে মাতা

সিংহ রথে চড়ে

স্বামী-সন্তান নিয়ে এবার

এলেন বাবার ঘরে।

বৃষ বাহনে এলেন বাবা

দেবাদিদেব শঙ্কর

নটরাজ হন প্রলয়কালে

এমনি সত্য-সুন্দর।

ধনের অধিষ্ঠাত্রী দেবী

এলেন মাতা লক্ষ্মী

কালোর মাঝে আলো দেখে

নিয়ে পেঁচা-পক্ষী।

সর্ববিদ্যা দানে যিনি

আছেন অধিষ্ঠিত

জ্ঞানের আলোয় যিনি সদা

থাকেন উদ্ভাসিত।

সেই সে দেবী সরস্বতীর

সাথে এলো হংস

ময়লা-পচা-আবর্জনা

করবে সে তো ধ্বংস।

ময়ূর রথে চড়ে এলেন

ধনুর্ধারী কার্তিক

দানব মেরে শান্তি রাখেন

যিনি বিশ্বের চারদিক।

ইঁদুর রথে গণেশ এলেন

সকল বিঘ্ন করতে নাশ

পুণ্যার্তীদের রক্ষা হলেও

পাপীর হবে সর্বনাশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close