মোহাম্মদ নূর আলম গন্ধী

  ০৬ অক্টোবর, ২০১৮

শরৎ

ঋতুর রানি তোমায় মানি

মন ভোলানো সাজ

চারিদিকের সবই যে আজ

লাগছে কারুকাজ।

বিলে ঝিলে ফুটছে শত

শাপলা শালুক ফুল

শুভ্র সাদা কাশ ফুলে ওই

ভরছে নদীর কূল।

নীল আকাশ ও বকের সারি

আহা! কী যে রূপ

মৌমাছিরা ঘুরছে ফুলে

নই যে তারা চুপ।

আলো-ছায়া করে খেলা

দেখতে সে-ও বেশ

প্রকৃতিতে শরৎ এলে

হেসে ওঠে দেশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close