তুষার কুমার সাহা

  ২৯ সেপ্টেম্বর, ২০১৮

শরতের ছোঁয়ায়

জবা, বেলি আর শিউলি ফুটল ডালে ডালে,

মনটা আমার আকুল হলো গাছের পাকা তালে।

শাপলা, পদ্মঝিলের মাঝে পাপড়িগুলো মেলে,

মেঘ আর রোদ আকাশ পানে লুকোচুরি খেলে।

শিশির জমে গাছের পাতায় ভোরের সকাল হলে,

শরতের কথা হাওয়ায় এসে কানে কানে বলে।

দূর সেই নদীর দুই ধারে দুই কাশবনের মেলা,

হঠাৎ দেখি বৃষ্টি রাণির লুটোপুটি খেলা।

স্নিগ্ধ চাঁদের হাত ইশারায় এলোমেলো ডাকে,

সূর্যিটা আজ ভোর সকালে সাদা মেঘের ফাঁকে।

সাদা বক আর পাখপাখালি আকাশ পানে ওড়ে,

রাখাল ছেলে মেতে ওঠে ভাটিয়ালির সুরে।

মৌমাছিরা ভনভনিয়ে করে ছোটাছুটি,

পুকুরপাড়ে ভেসে ওঠে ছোট্ট ট্যাংরা পুঁটি।

জমির মাঝে আমন ধানে দেখতে লাগে বেশ,

শরৎ রাণির ঋতুর ছোঁয়ায় সবুজ হলো দেশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close