জুয়েল আহমদ

  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

ঋতুময়ী দেশ

ঋতুময়ী দেশটা আমার

ঋতুর খেলায় ভাসে,

ছয়টি ঋতু নিয়ে দেখো

বাংলাদেশটা হাসে।

গ্রীষ্মকালে খুব গরমে

আম-কাঁঠালরা পাকে,

বর্ষাকালে বৃষ্টি ধারা

নাহি যেন থামে।

শরৎকালে কাশফুলরা

নতুন রূপে ফুটে,

হেমন্তরই ধানের গন্ধ

সবার নাকে ছোটে।

শীতকালেতে শীতের জ্বালায়

কাঁপে সবাই বসে,

গাছে গাছে রঙিন করে বসন্তটা

আসে সবার শেষে।

এ রকমই প্রতি ঋতু আসে

রানির বেশে,

রানি হয়ে থাকে তারা

ঋতুময়ী দেশে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close