সুজন সাজু

  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

রূপের মোহে

শরৎ রানি এসে,

বলল যাবে, মুগ্ধ হবে

কাশ ফুলের দেশে?

সেখানে রোদে খেলে,

ডানা খুলে আলোর পাখি

আনন্দ রঙ মেলে।

ফড়িং ছানা মিলে,

ঘাস ফুলে জড়িয়ে নাচে

আদর ছোঁয়া দিলে।

শিউলি ঝরা রাতে,

জোছনা এসে চুমু দিয়ে

আলিঙ্গনেই মাতে।

উড়ে বকের সারি,

পুলকে মন নাচিয়ে তোলে

দেখলে দৃশ্য তারই।

গুন গুনিয়ে ছোটে,

মৌমাছি দল মধু নিতে

এক সারিতে জোটে।

এসব শুনে আমি,

সত্যি গিয়ে রানির সাথে

রূপের মোহে থামি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close