আলমগীর কবির

  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

শিউলি ফোটা ভোরে

শিউলি ফোটা ভোর এসেছে

শিউলি ফোটা ভোর,

রুমপা মণি বাইরে এলো

খুলে ঘরের দোর।

গাছতলাতে দৌড়ে গিয়ে

ফুল কুড়াতে থাকে,

পাগল করা মিষ্টি একটা

ঘ্রাণ এসে যায় নাকে।

ফুল কুড়িয়ে খুকি ছোটে

জলদি করে বাড়ি,

মাগো ফুলের মালা বানাও

নইলে কিন্তু আড়ি!

মায়ের তৈরি ফুলের মালা

গলায় দিয়ে খুকি,

মায়ের গলা জড়িয়ে ধরে

হাসে চন্দ্রমুখী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close